খুলনায় ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু । খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ডেডিকেটেড ইউনিটে মুখপাত্র ডা সুহাস রঞ্জন হালদার জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৫৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ৯৮ জন, ইয়োলো জোনে ২২ জন, এইচডিইউতে ১৬ জন ও আইসিইউতে ২০ জন। এ সময়ে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন আর ছাড়পত্র নিয়েছেন ১৮ জন। এ সময়ে মারা গেছেন ছয় জন রোগী।
অন্যদিকে বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮১ জন রোগী ছিলেন। নতুন ভর্তি ২২ জন আর ছাড়পত্র নিয়েছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩১টি নমুনা পরীক্ষায় ২৪ জন শনাক্ত হয়েছেন বলেও জানান তিনি।
এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হন ২২ জন। আর ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন তিন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৪৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।