ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ১২১ জন করোনা শনাক্ত, মৃত্যু ২
মো. শরিফুল ইসলাম  টাঙ্গাইল

টাঙ্গাইল জেলায় গত ২৪ঘন্টায় ২ জনের মৃত্যুসহ নতুন করে আরো ১২১ জন ব্যক্তি  করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৩৩৫ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের মধ্যে  টাঙ্গাইল সদর ৫৩, কালিহাতী ১৫, নাগরপুর ৬, দেলদুয়ার ১৩, মির্জাপুর ৮, বাসাইল ২, ঘাটাইল ১০ মধুপুর ৩, ভূঞাপুর ২

গোপালপুর ৩, ধনবাড়ী ৬

জেলায় শনাক্তের হার শতকরা ৩৬ দশমিক ১১ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬৩৯৫ জন। মোট মৃত্যু বরন করেছেন ১০১জন।

এদিকে মঙ্গলবার (২২ জুন)  সকাল ৬ টা থেকে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন । লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ  রয়েছে গন-পরিবহন। কাচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

এসময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলাতে পরিদর্শন করেন, জেলা প্রশাসক মো. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর সহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ । জেলা প্রশাসক পরিদর্শন করে বলেন শতভাগ মাক্স ব্যবহার এবং  বিনা প্রয়োজনে কেউ যেনো ঘরের বাহিরে না আসে।

x