ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
ফেনীতে র‌্যাবের হাতে ৭০০০ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনীর মহিপালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ (ফেনী) অভিযান চালিয়ে ৭,৭৩০পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

সূত্রে জানাযায়, আটকৃত মাদক ব্যবসায়ী মোঃ ছেলিম। মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ২১ জুন রাতে অভিযান চালিয়ে সাথে থাকা একটি স্টিলের সিলভার রংয়ের বালতির ভিতরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৭,৭৩০পিস ইয়াবা ট্যাবলেট সহ  মাদক ব্যবসায়ী মোঃ সেলিম এবং মাদক ব্যবসার কাজে ব্যবহিত মোবাইল ও সাথে থাকা নগদ অর্থ সহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

পরে জব্দকৃত ইয়াবা ও আলামত সহ তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে, বলে র‌্যাব নিশ্চিত করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ৬৫ হাজার টাকা হবে জানা যায়।

x