ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন:

ঈশ্বরদী রাজবাড়ি ফরিদপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে চলাচল বন্ধ হয়ে গেলাে রাজশাহী করােনা ভাইরাস সংক্রমন রােধে রেল কর্তৃপক্ষ আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ট্রেনটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ রেখে বাকি ছয় দিনই চলাচল করতো।

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হবার পরে রাজশাহী করােনার হটস্পট এবং এই রুটের সকল জেলায় করােনার বিস্তৃতি লক্ষ্য করায় রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। এছাড়াও আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস , তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস। চলাচল বন্ধ করেছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বর্তমান সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে রেলওয়ে বিভাগীয় সূত্রে জানা গেছে।

x