ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
হাসপাতালে রোগীর বেডে কুকুর
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগীর বেডে তিনটি কুকুরের বসে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। হাসপাতালে কর্মরতদের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুন) রবিউল আলম সুমন নামে একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রোগীর বেডে তিনটি কুকুর বসে আছে। পেছনে চিকিৎসকদের বসার তিনটি চেয়ার রয়েছে। মাঝে মধ্যে চিকিৎসক চেয়ারে বসেও রোগী দেখেন।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবায়েত বিন করিম বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা রাখতে হয়। তাই কোনো ব্যক্তি না থাকলেও এটি বন্ধ রাখা যায় না। ছবিটি গভীর রাতের যেকোনো সময় ধারণ করা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

তিনি আরও বলেন, ‘৫০ শয্যার হাসপাতালটি ৩০ শয্যার জনবল দিয়ে চলছে। এছাড়া হাসপাতালটিতে কোনো নৈশ প্রহরী না থাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।’

Leave a Reply

Your email address will not be published.

x