ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
ডেমরায় সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার পলাতক ৪
মোঃ হারুন অর রশিদ, ডেমরা

ডেমরায় ডিএমপি’র গোয়েন্দা (ওয়ারী) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের অভিযানে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সহযোগী আরও ৪ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। সোমবার তাদের আদালতে পাঠায় গোয়েন্দা বিভাগ। রোববার দিনগত রাতে ডেমরার মীরপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই সিএনজি বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি চোরাই সিএনজি উদ্ধার করা হয় যার অনুমান মূল্য অনুমান ১০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মো. বাচ্চু মিয়া, একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. নুরুল ইসলাম ও ওই এলাকার মধ্যপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. রাসেল বন্যা। পলাতক আসামিরা হলেন- উক্ত এলাকার গোয়ালপাড়া গ্রামের গলেগনি সাইদুর রহমান, মো. মহসিন, ঢাকার মিরপুর মডেল থানার ১০ নম্বর এলাকার মো. আবুল বাশার ও গাজীপুরের জয়দেবপুর থানাধীন চৌরাস্তা এলাকার মো. হানিফ। এ বিষয়ে রোববার রাতেই তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন গোয়েন্দা বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে ওই গোয়েন্দা টিমের এসআই ও অভিযোগকারী মো. বাবুল মিয়া বলেন, উক্ত আসামিরা সংঘবদ্ধভাবে ঢাকা জেলা ও আশপাশের এলাকা থেকে সিএনজি চুরি করে চেসিজ ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published.

x