ঢাকা, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
দিনাজপুরের বীরগঞ্জ পৌর কাউন্সিলর ফুলি গ্রেফতার
অনলাইন ডেস্ক

দ্রুত বিচার আইনে করা মামলায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আশরাফুল আলম ফুলিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মো. আশরাফুল আলম ফুলি পৌর শহরের কলেজ মোড় এলাকার মো. ইউসুফ আলীর ছেলে এবং বীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

সোমবার সকালে মো. আশরাফুল আলমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের কলেজ মোড়ের নিজ বাড়ি থেকে মো. আশরাফুল আলমকে আটক করে পুলিশ।

বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা জানান, পৌর শহরের কলেজ মোড় এলাকার মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী রাবেয়া খাতুন আদালতে দ্রুত বিচার আইনে বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আশরাফুল আলম ফুলির বিরুদ্ধে একটি মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি বীরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। এর পর রাতে অভিযান চালিয়ে পুলিশ মো. আশরাফুল আলমকে গ্রেফতার করে।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আশরাফুল আলম ফুলির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

২০২১ সালের ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন হন মো. আশরাফুল আলম ফুলি।

Leave a Reply

Your email address will not be published.

x