ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
পিচ্ছিল রাস্তায় দ্রুত গতি, পিছলে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মীরসরাইয়ের রাস্তায় পিছলে পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২০ জুন) রাতে এ ঘটনা ঘটে। এসময় ওই মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুত্বর আহত হন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে আহত আরোহীকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে মীরসরাই ইকোনমিক জোন সড়ক অতিক্রম করছিল দ্রুতগামী মোটরসাইকেলটি। কিন্তু বৃষ্টির কারণে ওই সড়ক ছিল অনেকটা যানবাহন চলাচলের অনুপযোগী। দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি পিচ্ছিল রাস্তায় ছিটকে পড়ে।

ঘটনাস্থলেই মোহাম্মদ জাবেদ হোসেন এবং নাজমুল নামে দুজন মারা যায়। স্থানীয়রা দিদারুল আলম নামে অপর একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে।

x