বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে তাদের সদর দফতরে বিদায়ী সাক্ষাৎ করেন।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।
সেনাবাহিনী প্রধান নৌ ও বিমান বাহিনী সদর দপ্তরে পৌঁছলে বাহিনী প্রধানরা তাঁকে স্বাগত জানান। নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাক্ষাৎকালে বাহিনী প্রধানরা আজিজ আহমেদের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।
জেনারেল আজিজ আহমেদ তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌ ও বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন নতুন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।