ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
নিম্ন আদালতে রোববার (২০ জুন) থেকে স্বাভাবিক বিচারকাজ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা মহামারিতে দ্বিতীয়দফা লকডাউনে দুই মাসেরও বেশি সময় অধস্তন আদালতে স্বাভাবিক বিচারকাজ বন্ধ থাকার পর রোববার থেকে ফের শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হচ্ছে।

শনিবার রাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুমোদনক্রমে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। করোনা সুরক্ষা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে এসব আদালতে বিচারকাজ করা হবে।

তবে করোনার বিস্তার রোধে যেসব জেলায় স্থানীয় প্রশাসনের বিধিনিষেধ চলছে সেখানে ভার্চুয়ালি জামিন ও জরুরি বিষয়ে শুনানি করা যাবে।

এর আগে ১৭ জুন হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি ৫৩টি বেঞ্চ গঠন করে সব ধরনের মামলার বিচারকাজ শুরুর ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট। রোববার থেকে হাইকোর্ট বিভাগে ওই বেঞ্চগুলোতে বিচারকাজ শুরু হবে। এছাড়া গত ১ জুন থেকে সপ্তাহের সব কার্যদিবসে ভার্চুয়ালি আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়।

x