রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। রোববার আকস্মিক এই ঝড় বয়ে যায়। রাজধানীতে হঠাৎ এই ঝড়ে একুশে বইমেলায় ক্ষয়ক্ষতি ও সড়কে যান চলাচল ভোগান্তির শিকার হন রাজধানীবাসী।
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ও ঘর চাপা পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার সুন্দরগঞ্জে ১ জন, পলাশবাড়ীতে ২ জন ও ফুলছড়িতে ১ জন প্রাণ হারিয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন জানান, বিকেল চারটার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন এলাকায় গাছ ও ঘর চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের আবদুল গোফফার ও জাহানারা বেগম, সুন্দরগঞ্জের ময়না বেগম ও ফুলছড়ির শিউলি আকতার। বাকীদের পরিচয় এখনো জানা যায়নি।
এছাড়াও ঝড়ো হাওয়ায় গাইবান্ধা সদরসহ বিভিন্ন স্থানে এক হাজারেরও বেশি ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়েছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
Leave a Reply