ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
করোনার ভ্যাকসিন প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় বিদেশগামী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভ্যাকসিন প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তালিকায় বিদেশগামীদের অন্তর্ভুক্ত করে একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিতে ভ্যাকসিন গ্রহণের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশগামী কর্মীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

এর আগে, বুধবার (১৬ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠক করেন।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

Leave a Reply

Your email address will not be published.

x