ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
জুলাই থেকে আবারো গণটিকা কার্যক্রম শুরু হতে পারে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জুলাই থেকে আবারো গণটিকা কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন প্রধানমন্ত্রী। টিকা পেতে প্রতিদিনই বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের সাথে কথা চলছে।

কায়কাউস বলেন, আমরা টিকা কিনে নিতে চাই। কারো দয়া চাই না। আশা করছি জুলাই থেকে গণটিকা কার্যক্রম শুরু করা যাবে।

লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে একসাথে আর লকডাউনের পরিকল্পনা আপাতত নেই। প্রয়োজনে স্থানীয়ভাবে প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নেবে।

x