ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
মাদারীপুরে মূল্যবান কষ্টি পাথরসহ গ্রেফতার ৬
রকিবুজ্জামান, মাদারীপুর

সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও প্রত্নত্বাত্তিক সম্পদ চোরাচালান কারবারীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় মাদারীপুর র‌্যাব-৮ এর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তথ্য পায় যে, একদল চোরাচালান কারবারী এবং দালাল চক্র মূল্যবান কষ্টি পাথর ক্রয়-বিক্রয় এবং দালালীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সহিত প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করিয়া আসিতেছে।

এ প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে র‌্যাব-৮ । পরে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৬ জুন ৫টা ৫০ মিনিটের সময় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কলাবাড়ী এলাকার জনৈক পিযুষ বাড়ৈ(৫০), পিতাঃ প্রেমচাঁদ বাড়ৈ, এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে পিযুষ বাড়ৈ(৫০), গোবিন্দ কর্মকার(২৭), মহাদেব গাইন(২৪), প্রশান্ত কুমার মোড়ল কিত্তনীয়া(৬০), কাশী বালা(৩৭), মোঃ নান্নু মোল্লা(৪৫) কে মূল্যবান কষ্টি পাথর ক্রয় বিক্রয়কৃত অবস্থায় হাতে নাতে আটক করা হয়।

এসময় আটকৃত চোরকারবারী এবং দালালদের নিকট হইতে ১টি কষ্টি পাথর যার ওজন ৪ কেজি ৭৮০ গ্রাম ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৮টি মোবাইল, ১০টি সীমকার্ড এবং ক্রয় বিক্রয়কৃত নগদ ৩৮,০০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানা যায়  তারা চোরাকারবারী, দালাল ও প্রতারক চক্রের সদস্য । এসকল মূল্যবান কষ্টি পাথর চোরাচালানের উদ্দেশ্যে দেশের বাহিরে পাচারের চেষ্টা করছিল এবং দেশের বিভিন্ন স্থানের সাধারন মানুষের সহিত প্রতারণার নামে দালালি করিয়া দালাল চক্র লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করিয়া আসিতেছে। উদ্ধারকৃত মূল্যবান কষ্টি পাথর ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় হস্তান্তর করা  হয়েছে। মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন,

দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

3 responses to “মাদারীপুরে মূল্যবান কষ্টি পাথরসহ গ্রেফতার ৬”

  1. … [Trackback]

    […] There you can find 48471 more Information to that Topic: doinikdak.com/news/26352 […]

  2. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/26352 […]

Leave a Reply

Your email address will not be published.