ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
চট্টগ্রামে গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু- আক্রান্ত ১৬৯
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। এ সময়ে মারা গেছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজকে চট্টগ্রামে শনাক্তের হার ১৪ দশমিক ৪৪ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১১৭ জন এবং বিভিন্ন উপজেলার ৫২ জন রয়েছেন।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ৪৬৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ৮০৮ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৬৫৮ জন রয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মোট ৬৫০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৫ জন চট্টগ্রাম নগরের। এর মধ্যে বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৯৫ জন।

গতকাল বুধবার (১৬ জুন) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়ে মারা যান তিনজন। করোনা শনাক্ত হয়েছিল ১০৭ জনের।

x