ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
পটুয়াখালী-(৩) আসনের সংসদ এস এম শাহজাদার ব্যতিক্রমী বক্তব্য রাখেন
মোঃ সালাউদ্দিলন রুবে,পটুয়াখালি

পটুয়াখালী-(৩) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা নিজের এলাকার মানুষের মনের কথা সংসদে তুলে ধরতে এক ব্যতিক্রমী বা ভিন্ন রূপে নিজ গলায় প্লেকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য রাখেন।

তার গলায় প্লে কার্ডের দাবিটি ছিল “আর কোন দাবি নাই”..”ত্রাণ চাই না..বাঁধ চাই”। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছেন এমপি শাহজাদা।

এস এম শাহজাদা এমপি তার বক্তব্যে বলেন, আমি যখন নিজ এলাকায় যাই তখন এলাকার মানুষ একই রকম দাবি নিয়ে আমার সামনে হাজির হয়। আমিতো এলাকা থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাইতো আমি মানুষের কথা সংসদে তুলে ধরতেই তাদের প্রতিনিধিত্ব করছি।

আজ বুধবার (১৬-ই জুন) সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ নির্মাণের দাবি তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।

x