কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে এক নারী, তার ছেলে ও এক যুবককে হত্যার অভিযোগে আটক এএসআই সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৩ জুন) সন্ধ্যায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটক সৌমেন খুলনা জেলার ফুলতলা থানার পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই)। রোববার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। তিনি ছুটি না নিয়ে আনঅফিশিয়ালি কুষ্টিয়ায় গিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব শেখ বলেন, সকালে রোলকলের (হাজিরা) সময় সৌমেন রায় অনুপস্থিত ছিলেন। তার নামে বরাদ্দ থাকা সরকারি পিস্তল ও গুলি নিয়ে তিনি বের হন। সৌমেন রায় ২০২০ সালের ডিসেম্বর থেকে ফুলতলা থানায় কর্মরত আছেন বলে জানান ওসি।
এর আগে রোববার সকালে কুষ্টিয়ার কাস্টম মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক নারী ও তার শিশুসন্তানসহ তিনজনকে গুলি করে হত্যা করে সৌমেন রায়। পরে পিস্তলসহ তাকে আটক করে পুলিশ।