ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
ধর্ষণ মামলায় ৪ শিশুকে জেলে পাঠানো সেই ৭ পুলিশ বরখাস্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে চার শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা ও জেলে পাঠানোর ঘটনায় বাকেরগঞ্জ থানার ওই সময়ের ওসিসহ ৭ পুলিশ ও সমাজসেবা অফিসারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

একইসঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েত উল্লাহর ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে তাকে দেওয়ানি মামলার দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার (১৩ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়। আদালত ওই শিশুদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া শিশুদের বয়স ৯-১১ বছর।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ৪ অক্টোবর তার ৬ বছর বয়সী কন্যা শিশুটিকে খেলার ছলে ধর্ষণ করে অভিযুক্ত চার শিশু। এদিকে চার শিশুর গ্রেপ্তার হওয়ার ঘটনায় আলোচনার সৃষ্টি হলে হাইকোর্ট রাতেই শিশুদের বাড়ি পৌঁছানোর আদেশ দেন। আদেশ অনুসারে রাতেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়।

x