ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
পাবনা ঈশ্বরদীর জয়নগরে নানা বাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু।
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন:

পাবনা ঈশ্বরদীর জয়নগর পুর্বপাড়া এলাকায় নানা বাড়িতে এসে আলিম (৩)  নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আলিম দিয়াড়া সাহাপুর নতুন হাট মোড়ের শরিফুল ইসলামের পুত্র।

জানা যায়, আজ শনিবার ( ১৩ জুন ) সকাল ১১টার সময় জয়নগর পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সবার অগচরে একা একা খেলতে যায় আলিম। খেলার একপর্যায়ে  সে পানিতে ডুবে যায়। সবাই খোঁজা খুঁজির এক পর্যায়ে আলিমকে তার নানী পানিতে ভাসতে দেখে।ডোবা থেকে তুলে আনার পর পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম জানান আলিম মারা গেছে।

x