শুক্রবার ভোরে চাটোগ্রাম শহরে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে আঘাত করলে তিনি নিহত হন, পুলিশ বলছে গাড়িতে করে মাদক নিয়ে আসছিল ।
নিহত কাজী সালাহ উদ্দিন (৩৮) শহরের চান্দগাঁও থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকা থেকে আগত।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমির হোসেন জানান, একটি মাইক্রোবাস মাদক নিয়ে আসছিল, এএসআই সালাহ উদ্দিন সকাল সাড়ে চারটার দিকে কাপ্তাই রাস্তার মাঠ এলাকায় গাড়ি থামার জন্য সিগন্যাল দেন।
মাইক্রোবাসটি থামার পরিবর্তে দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাক্কা দেয় এবং সালাহ উদ্দিন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর পুলিশক মোঃ মাসুম (২ 26) আহত হয়।
আহতকে চাটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) ভর্তি করা হয়েছে বলে জানান আমির।
তবে পুলিশ গাড়িটি আটক করলেও এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি