ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
ভৈরবে পেপসি ভেবে কেরোসিন পান করে দেড় বছরের শিশুর মৃত্যু
জয়নাল আবেদীন রিটন, ভরব প্রতিনিধি

ভৈরবে পেপসি ভেবে কেরোসিন পান করে মোসাব্বির নামে দেড় বছরের শিশুর মৃত্যু ঘটেছে। কেরাসিন পানে অশুস্থ হয়ে পড়লে মুমুর্ষ অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। ঐ খানে অবস্থার অবনতি ঘটতে থাকলে শিশুটিকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধিন অবস্থায় আজ সন্ধায় তার মৃত্যু ঘটে।

শিশুটি মৌটুপি (খালপাড়) গ্রামের মুদি দোকানদার মো: বাদল মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১০জুন) দুপুরে সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে বাদল মিয়ার বাড়িতে   কেরাসিন পান করলে শিশুটি মারা যায়।

শিশুটির স্বজনরা জানান,পারিবারিক প্রয়োজনে একটি খালি পেপসির বোতলে ভরে কেরোসিন রেখে ছিল নিহতের পরিবার। আজ বিকেলের দিকে শিশু মোসাব্বির বাড়ির লোকজনের অজান্তে কোল্ড ড্রিংকস ভেবে বোতলে রাখা কেরোসিন খেয়ে ফেলে। অধিক পরিমানে কেরাসিন পান করায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

অশুস্থ হয়ে পড়লে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য মুমর্ষ অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঐ খানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধায় মোসাব্বিরের মৃত্যু ঘটে।

2 responses to “ভৈরবে পেপসি ভেবে কেরোসিন পান করে দেড় বছরের শিশুর মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/24247 […]

  2. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/24247 […]

Leave a Reply

Your email address will not be published.

x