ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নারিকেলের ভিতর ৪০ লক্ষ টাকার হেরোইন , মা-মেয়ে গ্রেফতার
অনলাইন ডেস্ক

দুই জন মহিলা উত্তর যাত্রাবাড়ী এলাকা দিয়ে নারিকেল নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব-১০-এর সদস্যরা।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, সঙ্গে থাকা নারিকেলের ভেতরে করে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে হেরোইনের চালান।  নারিকেল দুটি ভাঙতেই বেরিয়ে আসলো ৪০ লক্ষ টাকা মুল্যের হেরোইন। এ সময় হেরোইন বহনকারী আসমা (৪০) ও সাফিয়া খাতুনকে (৭০) আটক করা হয়।

বুধবার (০৯ জুন) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানের ঘটনা এটি।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, বিকেল সাড়ে চারটার দিকে উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।

আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সোয়েব।

x