ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন জরুরি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন দেয়া জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা,এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদে বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ ও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সীমান্তবর্তী জেলাগুলোর সঙ্গে ঢাকাসহ অন্যান্য সব জেলা ও শহরগুলোর পরিবহন যোগাযোগ বন্ধ রাখতে হবে এবং জেলাগুলোতে অত্যন্ত  দুই সপ্তাহের ( লকডাউন) বিধিনিষেধ আরোপ করতে হবে এবং তা কঠোর ভাবে বাস্তবায়ন করতে হবে।

বুধবার রাজধানীর শাহবাগে এক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, সীমান্তবর্তী জেলা-উপজেলাগুলোতে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, হাইফ্লোন্যাজাল ক্যানোলার যোগান নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, সীমান্তবর্তী অনেক জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে একটি উপজেলায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫৯ শতাংশ। যা সত্যিই বড় ধরনের উদ্বেগের বিষয়। এ অবস্থায় করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট নামে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে দেশব্যাপী ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে জরুরি ভিত্তিতে দুই সপ্তাহের জন্য সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে হবে।

শারফুদ্দিন আহমেদে বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই মহামারির সময়ে দেশের বিত্তবানদের  যারা অসহায়, গরিব ও দুঃস্থ মানুষ তাদের  প্রতি সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়াতে হবে। গরিবদের খাবার ও বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠনে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আ.ফ.ম রুহুল হক, সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

One response to “দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন জরুরি”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/23835 […]

Leave a Reply

Your email address will not be published.

x