ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শাহজাদপুরে পঞ্চম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

শাহজাদপুরে শিশু কন্যার আত্ম হত্যা। এলাকায় শোকের মাতম।

জানা যায়, গত রোববার দুপুরে শাহজাদপুর উপজেলার  বেলতৈল ইউনিয়নের বেতকান্দি পূর্বপাড়া গ্রামের  শিশু কন্যা পঞ্চম শ্রেনীর ছাত্রী অথরা সাহা (১০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

নিহত শিশুটির পিতা উজ্জল  সাহা জানায়, শিশু কন্যা অথরা  প্রতিদিনের ন্যায় দুপুরে বাথরুমে গোসল করতে যায়। কিন্তুু বাথরুম থেকে  বের হতে দেরী দেখে তার মা বাথরুমের দরজায় নক করলে কোন সারা না পাওয়া দরজা ভেঙ্গে দেখতে পায় শিশু কন্যা অথরার ঝুলন্ত লাশ। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।

পরে খবর পেয়ে শাহাজাদপুর থানাপুলিশ শিশুটির লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে  এটাকে অপমৃত্যু বলে মনে করা হচ্ছে তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে এর পর আইননুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

শিশু কন্যার এ  মর্মান্তিক ঘটনায়  ঐ এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে।

x