ঢাকা, শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
ভারতে আরও কমেছে সংক্রমণ; মৃত্যু এখনও আড়াই হাজারের বেশি
Reporter Name

ভারতে বেশ কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লক্ষ ২০ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন। দেশটিতে গত দুই মাসের মধ্যে এটিই সবচেয়ে কম সংখ্যক আক্রান্তের ঘটনা।

আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছে। রবিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যায় যেভাবে ওঠানামা করছে তাতে উদ্বেগ থেকেই যাচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৬ জুন, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের। দেশটিতে মোট করোনা সংক্রমণের হার কমে হয়েছে ৭.৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের হার ৫.৬২ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২৩২ জন। এ পর্যন্ত মোট ২ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৮১ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ৭৭ হাজার ৭৯৯।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২০ লাখ ৩৬ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৫২২ জনের।

অন্য দিকে ভারতে এক দিনে ৩৩ লাখ ৫৩ হাজার ৫৩৯ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে ২৩ কোটি ১৩ লাখ ২২ হাজার ৪১৭ জন টিকা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.