ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
প্রাণিসম্পদ প্রদর্শন, জুড়ীতে প্রথম পুরস্কার পেলেন উদ্যোক্তা হাসান
উবায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার

৫ ই জুন ২০২১ তারিখ “প্রাণিসম্পদ প্রদর্শনী” ২০২১ জুড়ী অনুষ্ঠিত হয়, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন খামারিগন, উক্ত মেলায় পোলট্রি পানিসম্পদ শ্রেণীতে অংশগ্রহণ পূর্বক প্রথম স্থান অর্জন করেন হাসান আহমেদ।।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইমরান, জুড়ি উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

প্রথম স্থান অর্জন করা হাসান আহমেদ বলেন, পোল্ট্রি খামার বেকার যুবকদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি তার স্বপ্নের পোল্ট্রি খামার গড়ে তোলেন, যা বিভিন্ন মহল ও বেকার যুবকদের আকর্ষিত করে।

তিনি আরো বলেন তিনি প্রবাস গমনে ইচ্ছুক ছিলেন, তার পর নিজ উদ্যোগে সল্প মূলধন নিয়ে পোল্ট্রি খামার করার উদ্যোগ নেন। বিলুপ্তপ্রায় টাইগার মোরগ নিয়ে তার গড়া খামার এখন আকর্ষণীয় পিকনিক স্পট, অনেকেই তার খামার দেখতে আসেন।

তিনি তার বক্তব্যে আশা ব্যক্ত করেন যে সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেলে তিনি বৃহত্তর আকারে খামার করতে পারবেন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন ।

তিনি সেই সাথে দেশের শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে স্বল্প পুজিতে খামার করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published.

x