ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
আম সংগ্রহ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
Reporter Name

গাজীপুরে আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকালে ঢাকা-রাজশাহী রেলপথের সালনা টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার বাসিন্দা দিনমজুর আব্দুল মোতালেবের স্ত্রী মোরশেদা বেগম (৩০) ও গাইবান্ধা সদরের পশ্চিম পুলিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৫০)। তারা টেকিবাড়ি এলাকার সোনা মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক বলেন, সকালে বৃষ্টির মধ্যে রেলপথের পাশের গাছের নিচে পড়ে থাকা আম কুড়চ্ছিলেন মোরশেদা ও সাজেদা। একপর্যায়ে তারা রেললাইনে উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

x