ঢাকা, বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
জুন মাসেই যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

জুন মাসেই যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয় এশিয়া, উত্তর ও ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোও এ মাসেই টিকা পাবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (৩ জুন) হোয়াইট হাউজ এক ঘোষণায় জানায় অন্তত আট কোটি ডোজ টিকা জুন মাসে তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে। এরমধ্যে প্রথম ধাপে আড়াই কোটি ডোজ বণ্টনের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

এই আড়াই কোটির মধ্যে এক কোটি নব্বই লাখ কোভ্যাক্সের মাধ্যমে বণ্টন করা হবে এবং বাকি ৬০ লাখ যুক্তরাষ্ট্র নিজে বিভিন্ন দেশকে দেবে। কোভ্যাক্স হচ্ছে একটি বহুপাক্ষিক অ্যালায়েন্স। এর মাধ্যমে বিভিন্ন দেশকে একটি মেকনিজমে টিকা সরবরাহ করা হয়।

বিবৃতি আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মোট আট কোটি ডোজের ২৫ শতাংশ নিজেরাই বণ্টন করবে এবং বাকিটা কোভ্যাক্সের মাধ্যমে দেওয়া হবে।

যেসব দেশে কোভিড দ্রুত ছড়িয়ে পড়েছে, ওইসব দেশের প্রতিবেশী দেশগুলো এবং অন্য দেশ যারা যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে তারা ২৫ শতাংশ টিকা পাবে।

3 responses to “জুন মাসেই যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ”

  1. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/22136 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/22136 […]

  3. … [Trackback]

    […] There you will find 76320 more Information to that Topic: doinikdak.com/news/22136 […]

Leave a Reply

Your email address will not be published.