ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
গ্রামে পাকা বাড়ি করতেও সরকারকে কর দিতে হবে
অনলাইন ডেস্ক

গ্রাম কিংবা শহর যেখানেই বাড়ি করা হোক না কেনো তার নকশার অনুমোদন পেতে জমা দিতে হবে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। আর টিআইএন বাধ্যতামূলক করার মাধ্যমে করের আওতায় আনা হচ্ছে বাড়ির মালিকদের।

একই সঙ্গে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে যে কোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশন করার ক্ষেত্রেও। ফলে বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে গঠন করা যে কোনো সমবায় সমিতিও আসছে করের আওতায়।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এসব বিধান আরোপের প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, করের আওতা সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি। এ ছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনও সমবায় সমিতি করলে সেটির নিবন্ধন নিতে টিআইএন গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

x