ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিগগিরই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু হবে: পলক
অনলাইন ডেস্ক

করোনাভাইরাস ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিগগিরিই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভার্চুয়াল মাধ্যমে ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, “আইসিটি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনাভাইরাস ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম”সুরক্ষা” ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেশের শত কোটি টাকা বাঁচিয়েছে। তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। ওই দিনই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধন শুরু হয়।

গত এপ্রিল মাসে জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের বলেছিলেন, আইসিটি বিভাগ ‘ভ্যাকসিন পাসপোর্ট দেওয়ার চিন্তা করছে।

x