ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে খাসিয়াদের সহস্রাধিক পানগাছ কেটে দিলো দুর্বৃত্তরা
অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের আগার পান পুঞ্জির সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আগার পান পুঞ্জি প্রধান সুখমন আমসে সোমবার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ পানের আয়েই জীবিকা নির্বাহ করে আগার পান পুঞ্জির ৪৮টি খাসিয়া-গারো পরিবার। দুর্বৃত্তের এমন নির্মমতায় তাদের পথে বসার উপক্রম।

সুখমন আমসে জানান, আগার পান পুঞ্জির বাসিন্দারা দীর্ঘদিন ধরে ছোটলেখা চা বাগানের লিজ নেওয়া টিলা ভূমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। পান বিক্রির টাকায় তাদের খাওয়া, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, বিয়ে, ধর্মীয় আচার-অনুষ্ঠানসহ সব সামাজিক কর্মকাণ্ড চলে।

আজ দিনের যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের পান জুমের সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ কেটে ফেলেছে। বিকালে তারা বিষয়টি দেখতে পান। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘আগার পান পুঞ্জি প্রধানের কাছ থেকে তাদের উৎপাদনশীল পান গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

2 responses to “মৌলভীবাজারে খাসিয়াদের সহস্রাধিক পানগাছ কেটে দিলো দুর্বৃত্তরা”

  1. Some software will detect the screen recording information and cannot take a screenshot of the mobile phone. In this case, remote monitoring can be used to view the screen content of another mobile phone. https://www.xtmove.com/how-view-the-screen-content-another-phone/

  2. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/21186 […]

Leave a Reply

Your email address will not be published.