ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার পর চট্টগামে সব দোকানপাট বন্ধ
Reporter Name

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় চট্টগ্রামে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ভোর পর্যন্ত প্রতিদিন সব দোকানপাট, বিপনী বিতান বন্ধ থাকবে।

তবে ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দোকান খোলা থাকবে।

শুক্রবার বিকেলে চট্টগাম জেলা প্রশাসন এই নির্দেশনা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ডসংখ্যক ৫১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এই নির্দেশনা বলবৎ থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

x