ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
দেশে পৌঁছাল ফাইজারের বায়োএনটেক টিকা
অনলাইন ডেস্ক

ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টিকার চালান বুঝে নিতে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।

নির্ধারিত সময় সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকার প্রথম চালান এসে পৌঁছায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টিকা হস্তান্তরের কার্যক্রম চলছিল।

গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার

One response to “দেশে পৌঁছাল ফাইজারের বায়োএনটেক টিকা”

  1. RNS-MO-nor says:

    Разрешение на строительство — это государственный письменное удостоверение, предоставляемый полномочными структурами государственного управления или субъектного управления, который разрешает начать строительство или выполнение строительных работ.
    Разрешение на строительство предписывает законодательные положения и требования к строительному процессу, включая разрешенные типы работ, дозволенные материалы и приемы, а также включает строительные стандарты и комплексы охраны. Получение разрешения на строительную деятельность является необходимым документов для строительной сферы.

Leave a Reply

Your email address will not be published.

x