ঢাকা, রবিবার ০৪ জুন ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
চলমান কঠোর লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ মে ২০২১ মধ্যরাত হতে ৬ জুন ২০২১ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের বিধিনিষেধ জারি করা হয়। ওই বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published.

x