এম আবু হেনা সাগর,ঈদগাঁওঃ দীর্ঘকাল পর কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউপি ভবন নির্মান হতে যাচ্ছে। এ নিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছেন এলাকাবাসী।
তাঁর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নিজস্ব তহবিল থেকে এবার বর্তমান চেয়ার ম্যান ও সদর উপজেলা আ,লীগের সহ সভাপতি ওয়াজ করিম বাবুল ২৫ শতকই জমি দান করে নজির স্থাপন করলেন।
এ বিষয়ে সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন জানান, পরিষদের ভবনের জন্য জমি দান করার মত উদারতা সৃষ্টি করায় তাঁর প্রতি অভিবাদনসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, পরিষদ সৃষ্টি হওয়ার পর থেকে ইউপি ভবন নির্মান লক্ষে জমিদান করার মত সাহসীকতা কেউ দেখায়নি। এই প্রথমবার জনপ্রিয় চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলই দিলেন জমিদান। তাঁর প্রতি চির কৃতজ্ঞ।
উল্লেখ্য যে, বিগত ইউপি নিবার্চনে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নিবার্চিত হয়েছিলেন