জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর এই সংখ্যা চট্টগ্রাম জেলায় এযাবৎকালের সর্বাধিক।
এর আগে গত বছরের ২৯ জুন চট্টগ্রামে সর্বোচ্চ ৪৪৫ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫৩৫টি নমুনা পরীক্ষায় এই ৫১৮ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২০ শতাংশের কিছু বেশি।
এর আগে গত বছরের ২৯ জুন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৮ শতাংশ।
জেলায় যে ৫১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৪৩৬ জনই চট্টগ্রাম শহরের বাসিন্দা।
শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮০১ জনে দাঁড়াল। তাদের মধ্যে ৩২ হাজার ৪৯৮ জনই নগরীর বাসিন্দা। বাকিরা চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে। তাতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৯ জন।
সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবারই চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে জনসমাগম হয় এমন কোনো আয়োজন না করতে নির্দেশ দেওয়া হয়েছে।