ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
ডাব্লিউএইচও: ৭০% লোককে টিকাদান ছাড়া করোনা শেষ হবে না
অনলইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, ৭০ শতাংশ লোককে টিকাদানের আগে করোনাভাইরাস শেষ হবে না। বিশ্বে টিকাদানের হার খুবই মন্থর। এটা বাড়াতে হবে। করোনা নিয়ে এখনই আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই।

শুক্রবার এএফপিকে সাক্ষাৎকারে এ কথা বলেছেন সংস্থাটির ইউরোপ অঞ্চলের প্রধান হান্স ক্লুগ। ইউরোপের ৩৬.৬ শতাংশ লোককে এখন পর্যন্ত করোনার এক ডোজ টিকাদান শেষ হয়েছে। দুই ডোজ পেয়েছেন ১৭ শতাংশ লোক।

হান্স ক্লুগ বলেন, চার সপ্তাহ ধরে বিশ্বে করোনার সংক্রমণ অব্যাহতভাবে কমে এলেও আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় ধরন নিয়ে। এটা অনেক বেশি সংক্রামক। ইউরোপের ২৭টি দেশে এ ধরনটি শনাক্ত হয়েছে।

তিনি বলেন, করোনার টিকা কার্যকর প্রমাণিত হলেও লোকজনকে সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে অনেকে আত্মতৃপ্তিতে স্বাস্থ্যবিধির কথা ভুলে যাচ্ছেন। আবার অনেক দেশ স্বাস্থ্যবান তরুণদের টিকা দিলেও দরিদ্র দেশগুলো ঝুঁকিতে থাকা প্রবীণদেরও টিকা দিতে পারছে না।

বিশ্বের ৭০ শতাংশ জনসংখ্যাকে কভিড টিকাদানের জন্য দরকার এক হাজার ১০০ কোটি টিকা। এত টিকা উৎপাদনের ধারেকাছেও নেই উৎপাদনকারী কোম্পানিগুলো। ফলে বিশ্বে টিকার জন্য হাহাকার চলছে।

x