হুসাইন মোহাম্মাদ রাফি-ঈশ্বরদী,পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম (৫৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার (২৪ মে) সকালে পাবনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৩ মে) রাতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে একদন্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক ব্যক্তির বাড়ি ওই একই ইউনিয়নে।
পাবনা র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বাংলানিউজকে জানান, আটক সাইফুল পাবনা জেলার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে বেঁচাকেনাসহ পাবনার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন তিনি।
তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।