ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
কাবার ইমামের ওপর আক্রমণের কারণ জানালেন সেই হামলাকারী
Reporter Name

পবিত্র মক্কার মসজিদুল হারামে ইমামের ওপর হামলা চেষ্টা রুখে দিয়ে  সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী প্রশংসায় ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘হিরো সম্বোধন করছেন নেটিজেনরা।

গত শুক্রবার (২১ মে) কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে ইমামের ওপর হামলার চেষ্টাকালে ওই যুবককে গ্রেফতার করা হয়। ইমামের দিকে তেড়ে যাওয়া ব্যক্তিটি প্রতিশ্রুত ইমাম মাহদির দাবিদার ছিল বলে আরব নিউজ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে সৌদি পুলিশ জানিয়েছে, হামলার চেষ্টা করা ব্যক্তিটি ৪০ বছর বয়সী একজন সৌদি নাগরিক। তিনি নিজেকে প্রতিশ্রুতি ইমাম মাহদি বলে দাবি করেছেন।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন।

এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী তাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে দেন।

কাবার ইমামের ওপর আক্রমণ থামিয়ে দেওয়ার সিকিউরিটি অফিসার জাহরানীকে ‘হিরো’ বলে সম্বোধন করছে সবাই। হামলা থামিয়ে দিতে পারায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

উল্লেখ্য, পবিত্র কাবায় এ পর্যন্ত অনেক মানুষ নিজেদের ইমাম মাহদি বলে দাবি করেছে। এ নিয়ে ছোট-বড় ভয়ংকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।

One response to “কাবার ইমামের ওপর আক্রমণের কারণ জানালেন সেই হামলাকারী”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/18344 […]

Leave a Reply

Your email address will not be published.

x