ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৮শত পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার “ঘর
Reporter Name

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অসহায়, দরিদ্র, ভূমিহীন পরিবারের জন্য বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নে নির্মিত হচ্ছে আরও ৮শত ঘর। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্সের কমিটি ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ যোবায়ের হোসেনের  তদারকিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

জুন মাসের শুরুতেই ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে পরিবারগুলোকে। এতে নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই হবে ৮ শত অসহায়, দরিদ্র, বিধবা ভূমিহীন পরিবারের। প্রথম ধাপে এই বালিয়াডাঙ্গী উপজেলায় গৃহহীনদের ১৬৬টি ঘর দেওয়া হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবাযের হোসেনের  আগে যারা ঘর পেয়েছেন প্রতিনিয়ত তাদের বাসায় গিয়ে খবর নিচ্ছেন। এ ছাড়াও নতুন যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো সঠিকভাবে কাজ হচ্ছে কি না প্রতিদিন ১ বার করে খবর নিচ্ছেন ইউএনও মোঃ যোবায়ের হোসেন। নতুন ঘর নির্মাণে যেন কোন প্রকার দুর্নীতি না হয় সেজন্য কাজের সম্পূর্ণ তদারকি করছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ৩০টি স্থানে সরকারি জমিতে দুই মাস আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৮’শ ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে।   বালিয়াডাঙ্গী উপজেলার মোট ৩০টি স্থানের খাস জমিতে এসব গৃহ নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। উপকারভোগী শ্যামল কুমার রায় বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রথমেই পেয়েছি। এতদিন মানুষের জমিতে ঘর করে থাকতাম। নিজের কিছুই ছিল না। এখন নিজের ঘর আছে এই শক্তি আমার। ইউএনও স্যার প্রায় এসে আমাদের খবর নেন। কোন সমস্যা হচ্ছে কি না, কারেন্ট আছে কি না, কেও চাঁদা চায় নাকি এসব খবর নেন ইউএনও স্যার।

প্রধানমন্ত্রীর উপহার ঘর পাওয়া বিধবা খদেজা বেগম বলেন, স্বামী নাই আমার। মানুষের বাসায় থাকতে ভয় হইতো। এখন ঘর পেয়েছি শান্তিতে রাতে ঘুমাতে পারি। এখন আমার একটা ঠিকানা আছে। আমাকে ঘর দিয়েছে ইউএনও স্যার। প্রধানমন্ত্রীর উপহার উনি আমার হাতে তুলে দিছেন। আমজানখোর ইউনিয়নের আমবাগান এলাকায় নির্মানাধীন ১০০টি ঘরের কাজে নিয়োজিত মিস্ত্রি রমজান আলী জানান, দক্ষ মিস্ত্রি দিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি নির্মাণে ব্যবহৃত ইট, রড ও সিমেন্টও উন্নত মানের। প্রতিনিয়ত স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান ঘর নির্মাণ কাজ তদারকি করছেন। নির্মাণ কাজে ফাঁকি অথবা অনিয়মের কোন সুযোগ নেই। বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ঘর নির্মাণের জন্য জমি নির্বাচন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। আরও গৃহহীন রয়েছে। আমরা চেষ্টা করছি খাস জমিগুলো খুঁজে বের করে উপজেলার সকল গৃহহীনদের ঘর প্রদান করতে। এতে প্রধানমন্ত্রী সহ সকলের সহযোগিতা চান তিনি।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যোবায়ের হোসেন বলেন, প্রথম দফায় ১৬৬টি গৃহহীন পরিবারকে এ প্রকল্পের আওতায় ঘর প্রদান করা হয়েছে। ২য় ধাপের আরও ৮’শ ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী জুন মাসে প্রথম সপ্তাহে উপজেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্সের বাছাই করা গৃহ ও ভূমিহীনদের মাঝে এসব ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, নির্মাণ কাজ হচ্ছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে। প্রতিটি ঘরেই উন্নত মানের ইট, রড সিমেন্ট সহ অন্যান্য সামগ্রী ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রতিনিয়ত গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জামান সেলিম সহ আমি নিজেই।

One response to “ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৮শত পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার “ঘর”

  1. … [Trackback]

    […] There you can find 50830 more Info on that Topic: doinikdak.com/news/18112 […]

Leave a Reply

Your email address will not be published.

x