প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরুর পর মানুষের মধ্যে একটু ঢিলেঢালাভাব আসায় আবারো করোনার সংক্রমণ বাড়ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আবারো কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এ জন্য তিনি জনগণের সহায়তাও চান।
একাদশ সংসদের ১২তম অধিবেশনের শুরুতে প্রয়াত সংসদ সদস্য এবং বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরুর পর মানুষের মাঝে একটু ঢিলেঢালাভাব আসায় আবারো করোনার সংক্রমণ বাড়ছে।
হঠাৎ করে বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের মানুষকে দায়িত্বশীল আচরনের অনুরোধও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, সবাই যেন মাস্ক পরার অভ্যাসটা ধরে রাখেন, ভিড় এড়িয়ে চলেন।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয় সকাল ১১ টায়। প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য, পত্রিকার সম্পাদক, শিক্ষাবিদ, সংস্কৃতিক কর্মীসহ বিশিষ্টজনের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয় সংসদে।