ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
আগামী ১১ এপ্রিল থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ
Reporter Name

সরকারের জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বিষয়ে বুধবার রেলওয়ে মহাপরিচালকের দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম জোনের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১১ এপ্রিলের পর থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে এর আগে আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অগ্রিম টিকেট অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টার থেকে একযোগে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

চিঠিতে ট্রেন ব্যবস্থাপনায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে।

x