ঢাকা, বুধবার ২২ মে ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে থাই পতাকাবাহী জাহাজ
Reporter Name

রিয়াদুল হোসাইন রাজু: মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে থাইল্যান্ড পতাকাবাহী এমভি এস পি এম ব্যাংকক জাহাজ। ৩১ মার্চ বুধবার বিকাল সাড়ে ৪ টায় বন্দরের ৭ নম্বর জটিতে নোঙ্গর করে এ জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন মেট্রোরেল (রেলওয়ে কার) ৬ টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরো ১৩৮ টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে। এগুলো নদীপথে ঢাকায় যাবে বলেও জানান তিনি।

মেট্রোরেল বগি নিয়ে আসা বিদেশি এ জাহাজর স্থানীয় এজেন্ট এনসিয়ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ ওহিউদুজ্জামন বলেন রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাতি হ্যাভি ইন্ডাস্টিজ্র কোম্পানি লিমিটেড তৈরি করছে। ২০২২ সালের মধ্য ঢাকার মেট্রোরেল পুরো যন্ত্রাংশ আসবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর অনুযায়ি বুধবার সন্ধ্যায় মেট্রোরেল যন্ত্রাংশ থাই পতাকাবাহী জাহাজ থেকে খালাস শুরু হয় বলে জানা গেছে। এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষ’র উর্ধতন কর্মকর্তাদের, স্থানীয় শিপিং কোম্পানী ও ষ্টিভেডার্স খুলনা টেডার্স এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x