ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
কাল থেকে মৌলভীবাজারে পর্যটন স্পট বন্ধ থাকবে
Reporter Name

মো: কামাল উদ্দীন মৌলভীবাজার: মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, সংক্রমণের দিক থেকে এক নাম্বারে আছে মৌলভীবাজার দেশে করোনা সংক্রমণের হার টেস্টের বিপরীতে ১৯.০৯ শতাংশ সেখানে মৌলভীবাজারে সংক্রমণের হার ২০.০৪। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে।

এ দিকে করোনার সংক্রমণের শীর্ষে থাকায় জেলায় সব ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, জেলাব্যপী সবধরণের জমায়েত নিষিদ্ধ। বিয়ে, ওয়াজ, কীর্তন কিছুই করা যাবেনা। এত দিন আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রচার চালিয়ে আসছিলাম কাল থেকে জেলাব্যাপী আরও গতি বৃদ্ধি করা হবে। সেই সাথে বন্ধ থাকবে সব পর্যটন স্পট।

Leave a Reply

Your email address will not be published.

x