সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত থেকে আসা ১৫০ জনের মধ্যে ১১ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট উপস্থিত রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৯ মে) সকালে করোনা আক্রান্ত ১১ জনকে সাতক্ষীরা মেডিকেলের আলাদা ইউনিটে রাখা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত জানিয়েছেন, আক্রান্তদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা নিশ্চিত হতে আলাদা স্যাম্পল নেওয়া হবে। ৫ দিনের মধ্যেই সেই স্যাম্পল আইইডিসিআরএ পাঠানো হবে।
সিভিল সার্জন আরও জানান, ভারত ফেরত ৩০০ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। কোয়ারেন্টিনের শেষ মুহূর্তে ১৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ আসে। যাদের রিপোর্ট নেগেটিভ তাদের বুধবার নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭২ জন।