ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালামীযে ইসলামিয়া
Reporter Name

নিউজ ডেস্ক: মসজিদুল আকসা ও নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ও ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

১৮ মে, মঙ্গলবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দুলাল আহমদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ অমানবিক এ ঘটনায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতিতে বলেন, গত অর্ধ শতাব্দীর ধারাবাহিকতায় ফিলিস্তিনের ভূমি অবৈধভাবে দখল করে জন্ম নেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট  ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী বর্বরোচিতভাবে এবারও নির্বিচারে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসায়। বিশেষত মসজিদুল আকসায় তারাবির নামাজরত মুসল্লীদের উপর পুলিশি হামলা, ফিলিস্তিনের জনগণকে পবিত্র ঈদুল ফিতর পালনে বাধা প্রদান, হামলা চালিয়ে নির্বিচারে নারী-শিশুসহ সাধারণ জনগণকে হত্যা, ফিলিস্তিনের স্বাধীন জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদের মতো কার্যক্রম স্পষ্টতই মানবতাবিরোধী কর্মকাণ্ড।

বরাবরের মতো ইসরায়েলের এমন মানবতাবিরোধী কর্মকাণ্ড চালানোর পরও তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের কোনো কার্যকর পদক্ষেপ নেই। জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নের মতো বৃহৎ সংগঠন ও আরব দেশগুলো এ ঘটনায় দুঃখজনকভাবে নির্বিকার। সংগঠনগুলো মানবতাবিরোধী এ অপরাধ কার্যক্রমের দায়সারা নিন্দা জানিয়েই দায়িত্ব পালন করছে এবং কার্যত কোন ভূমিকা নিতে ব্যর্থ।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ফিলিস্তিনিদের জনগণের প্রতি ইউরোপ, আমেরিকা, এশিয়া, আরবসহ পুরো বিশ্বের সাধারণ জনগণ অকুণ্ঠ সমবেদনা ও প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের বেঁচে থাকার অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সারা বিশ্বের কতিপয় শাসক গোষ্ঠী অনেকটাই যেন বর্ণবাদী, সাম্রাজ্যবাদী ইসরাইলের সমর্থক।

নেতৃবৃন্দ এ ঘটনায় বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি আহবান জানান এবং ইসরায়েলের পণ্য বর্জনের জন্য বিশ্ববাসীকে আহবান জানান।

প্রসঙ্গত, বিশ্ব গণমাধ্যম সূত্রে জানা যায়, জেরুজালেমের পুরনো শহরাঞ্চল আল জাররাহ থেকে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে ইহুদিবাদি দখলদাররা উচ্ছেদ করবে—এমন খবরে সেখানে উত্তেজনা ছড়ায়। পরে ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর চড়াও হয় এবং পরবর্তীতে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর অব্যাহতভাবে বিমান হামলা চালায়। এ বিমান হামলায় সোমবার পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনে দায়িত্বরত আল-জাজিরা, এপি, বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের অফিস সম্বলিত ভবনসহ অসংখ্য ভবন গুড়িয়ে দেয়া হয়েছে।

x