মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ মানসিক প্রতিবন্দী আব্দুল গফুর বয়স ৫০ এর উপরে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বৃদ্ধা মায়ের সাথে বসবাস করেন,পাইকগাছার গড়–ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের একটি খড়ের গাঁদার নীচে। রোদ-বৃষ্টি,ঝড়-জলোচ্ছ¡াসেও তাদের একমাত্র ভরসা ঐ খড়ের গাঁদার ঝুপড়ি। বৃদ্ধা মায়ের ভীক্ষাবৃত্তিতেই চলে তাদের জীবিকা। কখনো কোন কারণে বেরুতে না পারলে সেদিন উপোস থাকে গফুর ও তার ৭০ বছরের বৃদ্ধা মা। জায়গা-জমি, সহায়-সম্পদ বলতে কিছুই নেই পরিবারটির। ফকিরাবাদের একটি অরক্ষিত জায়গায় খড়ের মাচানের নীচেই বসবাস তাদের। পরের যায়গা হলেও একটি কুঁড়ে ঘর বা ঝুঁপড়ি তৈরির উপকরণ না থাকায় মৌসুমে ধানের খড় সংগ্রহ করে মাচানের উপর ফেলে তার নীচেই রাত্রি যাপন মা-ছেলের। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে তারা সেখানে একইভাবে সেখানে অবস্থান করছে। বৃদ্ধা মায়ের ভীক্ষাবৃত্তিতেই চলে তাদের জীবিকা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, ওরা অসহায় অবস্থায় অনেক দিন ধরে বসবাস করছে। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বর্তমান সময়ে মানবেতর জীবন-যাপনের খবর তার জানার বাইরে। খোঁজ নিয়ে দ্রæত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।