ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফিলিস্তিনের প্রেসিডেন্টকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত কাল আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন সময় আব্বাসকে ফোন দিয়েছেন যখন গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর আগে বাইডেন শুক্রবার ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে’ বলে সম্প্রতি যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় সদস্য রাশিদা তৈয়ব।

মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রাশিদা তৈয়ব বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ফ্লোর নিয়ে নিজ দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য নেতাদের তীব্র সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *