আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় কাল ঈদ উদযাপন করবেন। বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতেও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।
ঈদ উপলক্ষে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সাকিব তাঁর ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা এবং দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন ঘরে থেকেই এবারের ঈদ উদযাপন করতে।
ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!