ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
হেফাজতের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নায়েবে আমির
Reporter Name

হেফাজতের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল। হরতালে সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে শবে বরাতের বয়ানে তিনি এ ঘোষণা দেন।

হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আমির আবদুল আউয়াল এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘রোববার  হরতালের দিন সকালে মসজিদে পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। ফজরের পর থেকে মসজিদের গেটের সামনে তিনটি জল কামান, সাজোয়া যান পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে স্পষ্ট জানিয়ে দেন মিছিল বের করতে চাইলে অ্যাকশনে যাবেন।’

তিনি বলেন, ‘তখন আমি সবার জানমাল রক্ষার স্বার্থে মসজিদের গেটের বাইরে যেতে বারণ করি। যদিও অনেক আবদার করেছে, চেষ্টাও করেছে, কিন্ত মসজিদ থেকে বের হতে পারি নাই। বের হতে দেই নাই। এখন শুনতেছি  চিটাগাং রোডে ১৭টি গাড়ি পুড়ছে। ভিডিও ফুটেজে দেখা যায় সন্ত্রাসী লোকজন পুড়ছে। আমাদের ছাত্ররা পুড়ে নাই। আমাদের অতিউৎসাহী লোকজন বুঝে না।’

নায়েবে আমির আবদুল আউয়াল বলেন, ‘আমি বলছি আল্লাহরওয়াস্তে আমি আর তোমাদের হেফাজতের দল করবো না। আমি মসজিদে থাকবো। ভবিষ্যতে আর নেতৃত্ব দিব না। মসজিদ মাদ্রাসা নিয়েই থাকবো। সরাসরি নেতৃত্বে আর যাবো না, যাবো না, যাবো না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কর্মসূচিতে হামলার প্রতিবাদে ২৭ মার্চ হরতাল ডেকেছিল হেফাজতে ইসলাম। ওইদিন নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। প্রাণহানীর ঘটনাও ঘটে।

Leave a Reply

Your email address will not be published.

x